আমাদের ভারত, হাওড়া, ২২ জানুয়ারি: শুক্রবার বিকেলে দেউলটির সামতাবেড় গ্রামে ৪৯ তম শরৎ মেলার উদ্বোধন হল। এদিন বিকেলে মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান বিধায়ক পুলক রায়। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন বিকেলে প্রথমে অতিথিরা সামতাবেড় গ্রামে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার মর্মর মূর্তিতে মাল্যদান করেন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা করে শরৎ স্মৃতি গ্রন্থাগার মঞ্চে এসে মেলার উদ্বোধন করেন। মেলা কমিটি সূত্রে খবর, আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে।
প্রসঙ্গত, দেউলটির সামতাবেড় গ্রামের বাড়িতে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের শেষ ১২ বছর কাটিয়েছিলেন। এখানে থাকাকালীন তিনি বেশ কয়েকটি উপন্যাস লিখেছিলেন। আর তাকে শ্রদ্ধা জানাতেই প্রতি বছর শরৎ মেলার আয়োজন করা হয়।