পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: সন্দেশখালির ঘটনার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানায় বিক্ষোভ ভারতীয় জনতা দল। কর্মশ্রী প্রকল্পকে ভাটের প্রকল্প, লক্ষ্মীর ভান্ডারকে মান্যতা না দিয়ে পুনরায় ৪০০ আসন নিয়ে ক্ষমতায় ফিরছে ভারতীয় জনতা দল, বললেন পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি নেতা শুভজিৎ রায় ওরফে বান্টি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, উত্তরপ্রদেশের হাথরস আর সন্দেশখালি এক ঘটনা নয়। বাংলার মানুষ তিতিবিরক্ত, এর যোগ্য জবাব মিলবে আগামী লোকসভা নির্বাচনে। বিজেপি ৩৬টি আসন নিয়ে বাংলা থেকে দিল্লি যাবে।