পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে, এই অভিযোগকে সামনে রেখে প্রতিবাদ কর্মসূচি ভারতীয় জনতা যুব মোর্চার। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই এলাকায় মিচ্ছিল করে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা। এদিন ক্ষীরপাই চৌকান এলাকায় মিছিল করে ঘাটাল- চন্দ্রকোনা রাজ্য সড়কের চৌকান এলাকায় রাজ্য সড়কের উপর বসে অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপির নেতা- কর্মীরা।
বিজেপি নেতৃত্বদের দাবি, ঘটনায় প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, তা না হলে আরো বৃহত্তর আন্দোলন হবে। এদিন বেশ কিছুক্ষণ অবরোধের পর বিজেপি নেতারা অবরোধ তুলে নেন। অবরোধের জেরে কিছুক্ষণের জন্য রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়।