Midnapur, সপ্তম রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি: এবার সপ্তম রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস অনুষ্ঠিত হলো মেদিনীপুর অটোনোমাস কলেজে। পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন। আলোচনায় অংশ নেন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া শহর ছাড়াও রাজ্যের ৪৫২ জন বিজ্ঞানী, অধ্যাপক এবং গবেষক।

মন্ত্রী ছাড়াও এবছরের রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেসের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুশান্ত কুমার চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুরের জেলা সভাধিপতি প্রতিভা মাইতি এবং মেদিনীপুর পুরসভার পৌর প্রধান সৌমেন খান। আলোচনা সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার বিশিষ্ট অধ্যাপক ডঃ বিশ্বরূপ মুখোপাধ্যায় এবং খড়্গপুর আইআইটি’র অধ্যাপক ডঃ সুমন চক্রবর্তী। এদিনের এই অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ এবং কলেজ পরিচালন সমিতির সদস্যরা।এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ভুয়সী প্রশংসা করেন এই মেদিনীপুর কলেজের।

অন্যদিকে এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন ঘোষ বলেন, এত জন বিজ্ঞানী, গবেষক তারা এই সপ্তম রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস অনুষ্ঠানে উপস্থিত হয়ে কলেজের মান আরো উন্নত করেছে।এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন এই মেদিনীপুর কলেজের মানোন্নয়ন ঘটাতে। আমরাও চাই জেলা ও রাজ্য সহ গোটা দেশে এই মেদিনীপুর কলেজের সম্মান যেন অটুট থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *