পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ জুলাই: বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)’র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে আজ মেচেদা বিদ্যাসাগর স্মৃতি ভবনে বিদ্যুৎ গ্রাহকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অধ্যাপক জয়মোহন পাল, সম্পাদক প্রদীপ দাস, অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় ১৮ জুলাই তমলুকের ব্রহ্মা বারোয়ারী হলে সর্বস্তরের গ্রাহকদের সপ্তদশ পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন সফল করার বিষয়ে আলোচনা হয়। সভাতে স্মার্ট প্রিপেইড মিটার লাগানো প্রতিরোধ সহ বিদ্যুৎ আইন ২০০৩ (সংশোধনী বিল-২০২২) বাতিলের দাবিতে দীর্ঘস্থায়ী আন্দোলনের উপর জোর দেওয়া হয়। সংগঠনের নেতৃবৃন্দ গ্রাহক স্বার্থ বিরোধী বিদ্যুৎ নীতির বিরুদ্ধে সর্বস্তরের গ্রাহকদের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।