পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ জুলাই: মানুষের পাশে সর্বদা রয়েছে ঝাড়গ্রাম রেশমি গ্রুপ। এই গ্ৰুপ বারবার সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। ঠিক সেই মতো বুধবার ঝাড়গ্রাম রেশমি গ্রুপের পক্ষ থেকে গ্রাম উন্নয়ন প্রজেক্টের উদ্বোধন করা হয়। বহু মানুষ উৎসাহের সাথে এগিয়ে আসেন। পাশাপাশি ঝাড়গ্রাম রেশমি গ্ৰুপকে সকলেই সাদুবাদ জানান।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডঃ শালা উদ্দীন খান (ডি. এইচ.ও)। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত ঘোষ (এ.এ.ই.ও), শুভেন্দু বিশ্বাস (ডিরেক্টর রেশমি গ্ৰুপ), দেবজিৎ কর (এ.ভি.পি), শমীক বোস (সি এস আর ম্যানেজার)।এছাড়াও এই সমাজ কল্যাণ মূলক কর্মকান্ডে সামিল হন এলাকার একাধিক মহিলারা। এর পাশাপাশি উপস্থিত ছিলেন বাগমুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালতি সাহু ও সহ শিক্ষিকা দিশা কোনার প্রমুখ। উপস্থিত দায়িত্ব প্রাপ্ত সকলে প্রশিক্ষণ দেন সবজি চাষ এবং ব্যাঙ্কের বিভিন্ন বিষয় এলাকার উপস্থিত সকলকে। এদিন এলাকার উপস্থিত মহিলাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন সবজি বীজ, ব্যাগ ইত্যাদি। রেশমি গ্রুপের এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন ঝাড়গ্রামবাসী।