model booth, Selfie zone, ভোট দিতে এসে সেলফি তোলার ধুম! শান্তিপুরে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মডেল বুথে সেলফি জোন, চা- পানীয় জল- লজেন্স ও ওআরএস

আমাদের ভারত, নদীয়া, ১৩ মে: ভোট দিতে এসে সেলফি তোলার ধুম। এই প্রজন্মের ছেলেমেয়েদের মনের ইচ্ছার কথা ভেবেই হয়তো জেলা প্রশাসনের মডেল বুথে করা হয়েছে সেলফি জোন। যদিও মডেল বুথে রয়েছে শিশুদের জন্য লজেন্স, সর্বসাধারণের জন্য চা, পানীয় জল, অসুস্থদের জন্য ওআরএস এবং অন্যান্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। মহিলা, শিশু, বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষমদের বসার জন্য রয়েছে অতিথি আসন। বিশেষভাবে সক্ষমদের জন্য রয়েছে হুইল চেয়ারের ব্যবস্থা। এভাবেই সুসজ্জিত করা হয়েছে নদীয়ার শান্তিপুরের মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের ১২৫ নাম্বার বুথ। যদিও পার্শ্ববর্তী ১২৪ এবং ১২৬ নং বুথে একই পরিষেবা বজায় আছে।

নিয়ম অনুযায়ী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ সকাল সাড়ে ছটা নাগাদ শুরু হয় বিভিন্ন ভোটকেন্দ্রে মক পোলিং। এক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রিসাইডিং অফিসার ইভিএম পরীক্ষা করে সমস্ত সুইচ ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখে নেন। যদিও শান্তিপুরের বেশ কিছু বুথে ইভিএম খারাপ থাকায় সঙ্গে সঙ্গে তা পরিবর্তিত করা হয় জেলা প্রশাসনের তরফ থেকে। সমগ্র ব্যবস্থা ঘুরে দেখেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তারা।

যদিও ভোটারদের একাংশের দাবি, সমস্ত ব্যবস্থা চালু থাকলেও পানীয় জল এবং চা- এর দেখা মেলেনি। তবে গ্রীষ্মকালীন এই সময়ে পানীয় জলের ব্যবস্থা থাকা উচিত বলেই মনে করছেন অধিকাংশ ভোটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *