Rajmata Amrita Roy এক ঘণ্টা অপেক্ষা করার পর ভোট দিতে পারলেন বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়

আমাদের ভারত, কৃষ্ণনগর, ১৩ মে: মেশিন খারাপ থাকায় ভোট দিতে বিলম্ব খোদ বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের। প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর তিনি ভোট দেন।

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় এর বাড়ি অর্থাৎ সুবিশাল রাজ বাড়িতেই হয়েছে ভোট গ্রহণ কেন্দ্র। রাজবাড়িতেই কৃষ্ণনগর ১৩ নম্বর এবং ৬ নম্বর ওয়ার্ডের ভোট গ্রহণ কেন্দ্র। সেখানে ১০৪ থেকে ১০৯ নম্বর পর্যন্ত বুথ আছে। কিন্তু সকাল থেকেই ১০৪ নম্বর বুথে মেশিন খারাপ থাকায় দীর্ঘক্ষন প্রায় ঘণ্টাখানেকের ওপর ভোট বন্ধ থাকে ১০৪ নম্বর বুথে। অবশেষে এবিএম কর্তৃপক্ষ আসলে মেশিন সারানোর পর আবার ভোট নেয়া শুরু হয়।

রানাঘাট কেন্দ্রের অন্তর্গত নবদ্বীপ বিধানসভার দুটি বুথেও শুরু থেকে ইভিএম খারাপ থাকার দরুন দীর্ঘ সময় বন্ধ ছিল ভোট গ্রহণ, ফলে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা বহু ভোটার বিরক্ত হয়ে বাড়ি ফিরে যান। এরপরই শুরু হয় নির্বাচন কমিশনের তৎপরতা।

সূত্রের খবর, নবদ্বীপ বিধানসভার অন্তর্গত উডবার্ন রোড তাঁত কাপড় হাট ভবনের ভোট গ্রহণ কেন্দ্রে ৪ টি বুথ রয়েছে, তার মধ্যে ৮৪/৮৫, ৮৪/৮৬ দুটি বুথে সকাল থেকেই ইভিএম বিকল হয়ে যাওয়ায় ভোট দিতে পারেননি বহু ভোটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *