আমাদের ভারত, ১৬ জানুয়ারি: অভয়া আন্দোলনের অন্যতম মুখ জুনিয়ার ডাক্তার আস্ফাকুল্লা নাইয়ার কাকদ্বীপের বাড়িতে পুলিশি অভিযানের তীব্র নিন্দা করল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের রাজ্য যুগ্ম আহ্বায়ক ডাঃ পুণ্যব্রত গুণ ও ডাঃ হীরালাল কোনার জানান, “আমরা গতকাল থেকে কিছু সূত্রে শুনেছিলাম, আস্ফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল কিছু ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কারণ আমাদের কাছে পরিষ্কার নয়। আজ শুনলাম তার বাড়িতে ৩০-৪০ জন পুলিশ কর্মীর একটি দল গিয়ে খানাতল্লাশি চালিয়ে বাড়িঘর তছনছ করেছে।
আমরা এই পুলিশি অত্যাচারের তীব্র নিন্দা করছি। মেডিক্যাল কাউন্সিলের কিছু জানার থাকলে তাকে চিঠি দিয়ে জানতে পারতো। কিন্তু লুটের ভোটে জিতে অবৈধ রেজিস্ট্রার দিয়ে ভোট করানো ও কাউন্সিল চালানোর মতো গর্হিত কাজ যারা করেছেন, সর্বোপরি যে দুর্নীতি-দুর্বৃত্ত-থ্রেট কালচার অভয়া হত্যার পটভূমি তৈরি শুধু নয়, ক্রাইম সিনে এ পর্যন্ত যে কাউন্সিলের এক বা একাধিক সদস্য ও গুরুত্বপূর্ণ পদাধিকারি উপস্থিত থাকে বলে অভিযোগ ওঠে, সেই কাউন্সিল কারও বিচার করার নৈতিক অধিকার বহুদিন হারিয়েছে বলে আমরা বার বার বলেছি।
মেডিকেল কাউন্সিল কারও বাড়িতে পুলিশ পাঠাচ্ছে এরকম নজির ইতিহাসে নেই। আমরা স্পষ্টতই বুঝতে পারছি প্রতিবাদীদের কণ্ঠ রোধ করার জন্য, তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যেই এইসব আয়োজন।
বাংলার সিনিয়র- জুনিয়র চিকিৎসক, স্বাস্থ্যকর্মীগণ এবং সাধারণ মানুষ, যারা এতদিন পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে সমাজের সর্বস্তরের দুর্নীতি দুর্বৃত্তচক্র অপরাধের পরিবেশের বিরুদ্ধে রাস্তায় আন্দোলনে সোচ্চার হয়েছেন, আমরা আহ্বান জানাচ্ছি আপনারা অনতিবিলম্বে এই প্রতিহিংসা মূলক পুলিশি অত্যাচারের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও প্রতিবাদ নিয়ে পথে নামুন।”