CID, Midnapur hospital, প্রসূতির প্রাণ যাওয়ার ঘটনার তদন্তে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিআইডি আধিকারিকরা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জানুয়ারি: চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর ঘটনার তদন্তে আজ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হন সিআইডি কর্তারা। এদিন দুপুরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা কথা বলেন। পরে প্রসূতি ও শিশু বিভাগ “মাতৃমা”তে যান। সেদিনের ক্ষতিগ্রস্ত রোগীর পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, গত বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতিদের অস্ত্রপচারের পর একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় সিনিয়র চিকিৎসকের অনুপস্থিতি ও জুনিয়র চিকিৎসক দিয়ে অস্ত্রপচার করানো ও ভুল ওষুধ ব্যবহার করা নিয়ে অভিযোগ ওঠে। সেই অভিযোগ অনুসারে তদন্তে নামে সিআইডি।

গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে সিআইডি’র একটি দল হাজির হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার পর দুপুর থেকে সন্ধে পর্যন্ত হাসপাতাল সুপার, সেদিনের দায়িত্বে থাকা চিকিৎসক, নার্স সকলকে জেরা করেছিল। এরপর বুধবার দুপুরে আবার মেদিনীপুর মেডিকেল কলেজে সিআইডির একটি দল হাজির হয়। আজ সিআইডি সদস্যরা কথা বলেন মৃত মামণি রুইদাসের স্বামী ও তার পরিবারের লোকজনের সঙ্গে।

এদিন মামণি রুইদাসের স্বামী দেবাশিস রুইদাস- এর কাছে সিআইডি জানতে চান শিশুটি কেমন রয়েছে এবং তাকে লালন পালন করতে কোনো অসুবিধা হবে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *