আমাদের ভারত,১৮ নভেম্বর: শিবসেনার সঙ্গে জোট গড়ার প্রশ্নে ফের পাল্টি খেলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। বললেন নিজেদের রাস্তা খুঁজে নিক শিবসেনা।
মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে এনসিপি ও কংগ্রেস জোট করে সরকার তৈরি করবে কিনা তা নিয়ে আজ বৈঠক করার কথা সোনিয়া গান্ধী এবং এনসিপি’র প্রধান শারদ পাওয়ার। আর তার আগেই আবার শিবসেনা কে সমর্থন দেওয়ার প্রশ্নে পাল্টি খেলেন এনসিপি প্রধান।
সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে এসে শরদ পাওয়ার বলেন, নির্বাচনে লড়ার সময় বিজেপি শিবসেনা জোট করে লড়েছিল। আর এনসিপি লড়াই করেছিল কংগ্রেসের সঙ্গে জোট করে। তাই এখন শিবসেনাকে তার পথ বেছে নিতে হবে। আমরা আমাদের মতো চলব।
অন্যদিকে শিবসেনা ইতিমধ্যে ঘোষণা করেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সরকার গঠন করবে তারা। শিবসেনার একাধিক নেতার মুখেও জানা যাচ্ছে এনসিপি তাদের সমর্থন করবে। এই বিষয়ে শষ পাওয়ারকে জিজ্ঞাসা করা হলে তিনি অবাক হওয়ার ভঙ্গিতে বলেন ওরা এইরকম বলছে নাকি?
শিবসেনা কে সমর্থন দেওয়ার ক্ষেত্রে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক বসবেন পাওয়ার। সেখানে ঠিক হবে শিবসেনা সঙ্গে সরকার গঠন করতে গেলে ন্যূনতম শর্ত কি হবে? তবে সূত্রের খবর শিবসেনা কে তার হিন্দুত্বের রাজনীতি ছাড়ার দাবি করবে এনসিপি। তার আগেই এনসিপি সুপ্রিমোর এহেন মন্তব্যে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হল বলে মনে করছে রাজনৈতিক মহল।