আদিবাসীদের পথ অবরোধ কর্মসূচিতে অবরুদ্ধ জঙ্গলমহল

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৮ নভেম্বর: সোমবার সকাল থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের জন্য ডাকা আদিবাসীদের সমাজ সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের পথ অবরোধ কর্মসূচিতে অবরুদ্ধ হয়ে পড়েছে গোটা ঝাড়গ্রাম জেলা।

আদিবাসী ছেলেমেয়েদের জন্য অলচিকি লিপিতে ডিএলএড কোর্স পড়ানো এবং অলচিকি মাধ্যমে ডিএলএড কোর্স চালু করার ক্ষেত্রে একটিই নির্দেশিকা জারি করার দাবিতে আদিবাসীদের সমাজ সংগঠনটি জঙ্গলমহলের শিলদা, ঝাড়গ্রাম, পড়িহাটি, ধেড়ুয়া, কুলটিকরি, হাতিবাড়ি, তপসিয়া ও খড়িকামাথানী সহ বিভিন্ন জায়গায় অবরোধ শুরু করেছে। অবরোধের জেরে সমস্ত রকম যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অবরোধের জেরে জামশেদপুর কটক ভুবনেশ্বর থেকে দুর্গাপুর, আসানসোল, রাণীগঞ্জে যাতায়াতকারী পন্যবাহী নদী গুলি রাজ্য সড়ক ও জাতীয়় সড়কের দু’পাশে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। অবরোধ তুলে জনজীবন স্বাভাবিক করতে আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের আলোচনাা শুরু হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *