Smriti Irani, Sandeshkhali, রাতের পর রাত তৃণমূল গুন্ডাদের অত্যাচারের শিকার সন্দেশখালির মহিলারা, সরব স্মৃতি ইরানি

আমাদের ভারত, ১২ ফেব্রুয়ারি: এবার সন্দেশখালির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলকে কড়া আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে দিনের পর দিন মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। দিনের পর দিন ঘটে চলা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন মহিলারা। সেখানে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মহিলাদের ভোগ্য বস্তুতে পরিণত করা হয়েছে ওখানে।

সন্দেশখালিতে মহিলাদের বিক্ষোভ নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা দাগেন মোদী মন্ত্রী সভার অন্যতম এই সদস্যা। তাঁর স্পষ্ট অভিযোগ, সন্দেশখালিতে যে অরাজকতার সৃষ্টি হয়েছে তা সম্পূর্ণ সরকারি মদতপুষ্ট। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সন্দেশখালিতে মহিলারা মিডিয়ার কাছে তার অভিজ্ঞতা ব্যক্ত করেছেন। তারা জানিয়েছেন, তৃণমূলের গুন্ডারা প্রতিটি ঘরে ঘুরে ঘুরে মহিলাদের নিশানা করত। তৃণমূলের গুন্ডারা প্রতি রাতে মহিলাদের বাড়ি থেকে তুলে নিয়ে যেত বলে অভিযোগ করেছেন ওখানকার মহিলারা। স্মৃতি ইরানি রীতিমত বাংলা থেকে হিন্দিতে তর্জমা করে সংবাদমাধ্যমের সামনে সন্দেশখালির বিক্ষোরত মহিলাদের বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, মহিলাদের বাড়িতে এসে চিহ্নিত করে যেতো তৃণমূলের গুন্ডারা। এরা সকলেই শেখ শাহজাহানের লোক। বাড়ি গিয়ে মমতার গুন্ডারা মেয়েদের ধর্ষণ করছে। এসবই হয়েছে সরকার ও প্রশাসনের মদতে।

তিনি বলেন, দিনের পর দিন মহিলাদের তৃণমূল কার্যালয়ে নিয়ে গিয়ে অত্যাচার চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতিরা, যতক্ষণ না ওদের মন ভরেছে ততক্ষণ কারো রেহাই নেই।

বিজেপি নেত্রীর কথায় বাংলায় অন্ধের রাজত্ব চলছে। মহিলারা বারবার অভিযোগ করছেন, এসবই হতো পুলিশের সামনে। এরা সবাই শেখ শাহজাহানের লোক। রাজ্য সরকার বা প্রশাসন কোনো কাজ করছে না, আর বিধানসভায় এই নিয়ে প্রশ্ন তুললে বিরোধী দলের লোকেদের সাসপেন্ড করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *