Rampurhat, BJP protest, সন্দেশখালির ঘটনার প্রতিবাদে রামপুরহাট থানায় বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার

আশিস মণ্ডল, রামপুরহাট, ১২ ফেব্রুয়ারি: যখন সন্দেশখালির শাহজাহানকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই ও রাজ্য পুলিশ। ঠিক তখনই বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা নেতৃত্ব শাহজাহানকে কোমরে দড়ি বেঁধে সারা শহর ঘুরিয়ে হাজির হলো রামপুরহাট থানায়।

সোমবার দুপুরে বিজেপির মহিলা মোর্চার রামপুরহাট থানায় বিক্ষোভ কর্মসূচিতে দেখা মিলল মুখোশধারি তৃণমূল নেতা শাহজাহানের। আর মহিলাদের হাতে ছিল ঝাঁটা। বিক্ষোভের সময় থানার সামনে টায়ার জ্বালিয়ে সন্দেশখালি ঘটনার প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভকারীদের দাবি, সন্দেশখালি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অকথ্য অত্যাচার করছে রাজ্যের শাসক দলের নেতা ও কর্মীরা। মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে এই অভিনব বিক্ষোভ।

বিজেপির জেলা সভানেত্রী রশ্মি দে বলেন, “পলাতক তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহানকে গ্রেফতার করতে পারছেন না মমতা সরকারের পুলিশ। তাই আমরা শাহজাহানের মুখোশ পরিয়ে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে গিয়েছিলাম। কারণ পুলিশ বিনাদোষে মিথ্যে মামলায় খুঁজে খুঁজে বিজেপি কর্মীদের গ্রেফতার করতে পারছে। আর দলের তরতাজা ছেলে শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না। এটা পুলিশের ব্যার্থতা। সেই ব্যর্থতাকে মানুষের সামনে তুলে ধরতেই শাহজাহান সাজিয়ে দলীয় কর্মীকে নিয়ে যাওয়া হয়েছিল”।

এদিনের থানা ঘেরাও ও বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সম্পাদক শান্তনু মণ্ডল সহ বিজেপির মহিলা মোর্চার শতাধিক কর্মী ও সমর্থক।

এদিন রামপুরহাট থানার আইসির কাছে একটি
স্মারকলিপি জমা দেওয়া হয়। পরে পাঁচমাথা মোড়ে প্রতীকী পথ অবরোধ করা হয় মহিলা মোর্চার পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *