RSS, জনসংখ্যা কমলে জাতির অবলুপ্তি ঘটবে, কমপক্ষে তিন সন্তান জন্ম দেওয়ার নিদান আরএসএস প্রধানের

আমাদের ভারত, ১ ডিসেম্বর: জন্মহার ২.১ এর নিচে নেমে গেলে সেই জাতির অবলুপ্তি ঘটবে। গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে। সেই আবহেই ভারতীয় পরিবারগুলিকে কমপক্ষে তিনটি সন্তান নেওয়ার নিদান দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত।

নাগপুরে আয়োজিত একটি সভায় তিনি বলেছেন, জনসংখ্যা বৃদ্ধি না হলে সমাজ ধ্বংস হয়ে যাবে। তাই জনসংখ্যা বৃদ্ধির হার কমা অত্যন্ত উদ্বেগের বিষয়। জনসংখ্যা বিজ্ঞানের সাম্প্রতিক গবেষণা বলছে, কোনো জাতির জনসংখ্যা বৃদ্ধির হার ২.১ এর নিচে নেমে গেলে সেই সমাজের অবলুপ্তি ঘটে। এরজন্য বাইরে থেকে কোনো আক্রমণের প্রয়োজন নেই। একা একাই ধ্বংস হয়ে যায় জাতি। এর আগেও বহু ভাষা ও সভ্যতা এভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে। সেইজন্য জনসংখ্যা বৃদ্ধির হার কখনোই ২.১ এর কম হওয়া উচিত নয়।

ভারতে জনসংখ্যা নীতির প্রসঙ্গ টেনে মোহন ভাগবত দাবি করেছেন, কোনো জাতির জন্মহার ২.১ এর নিচে নামা উচিত নয়। তাই প্রত্যেক পরিবারের উচিত দুইয়ের বেশি অর্থাৎ কমপক্ষে তিনটি করে সন্তান নেওয়ায়। জনসংখ্যার ভারসাম্য বজায় থাকলে সমাজ স্থিতিশীল থাকবে।

মোহন ভাগবাত বলেন, ভারতে অবিলম্বে একটি সুচিন্তিত জনসংখ্যা নীতি চালু করা উচিত। কোনো সম্প্রদায়ের কথা উল্লেখ না করলেও মোহন ভাগবত এই বার্তা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যেই দিয়েছেন বলে মনে করা হচ্ছে। কারণ সাম্প্রতিক এক রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যেখানে দাবি করা হয়েছে দেশে হিন্দুদের জনসংখ্যা ৭.৮% কমে গেছে এই পরিস্থিতিতে ভাগবতের এই বার্তা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *