Rose price, Rose Day, প্রকৃতির খামখেয়ালি! রোজ সপ্তাহের প্রথম দিনে অনেকটাই কম গোলাপের দাম

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: আজ ৭ ফেব্রুয়ারি, রোজ ডে। রোজ সপ্তাহের প্রথম দিনে প্রকৃতির খামখেয়ালিতে হঠাৎ করে গরম পড়ে যাওয়ার কারণে গোলাপের উৎপাদন বেশ বেড়ে গিয়েছে। ফলস্বরূপ মিনিপল ভ্যারাইটির গোলাপের দাম বেশ কম। তবে ডাচ গোলাপ সহ হলুদ, গোলাপী ও সাদা রঙের গোলাপের দাম তুলনামূলকভাবে বেশি রয়েছে।

সারা বাংলা ফুলচাষি ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, রাজ্যে রোজ সপ্তাহ ও শেষ দিন ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মিলে প্রায় ৫০ লক্ষ গোলাপ ফুলের চাহিদা থাকে। রোজ সপ্তাহের প্রথম দিনে মিনিপল লাল গোলাপ বাদে বাকি সব রঙের গোলাপ ফুলের দাম ঊর্দ্ধমুখী।

মিনিপল লাল গোলাপের কুঁড়ি আজ বিক্রি হয়েছে প্রতি পিস এক টাকা। হলুদ গোলাপের কুঁড়ি প্রতি পিস পাঁচ টাকা, গোলাপী রঙের গোলাপের কুঁড়ি প্রতি পিস ছ’টাকা, সাদা রঙের গোলাপের কুঁড়ি প্রতি পিস সাত টাকা, ম্যাটগোল্ড প্রজাতির গোলাপের কুঁড়ি প্রতি পিস সাড়ে তিন টাকা দরে বিক্রি হয়েছে। অন্যদিকে ডাচ গোলাপ আজ বিক্রি হয়েছে প্রতি পিস ২৫ টাকা করে।

মূলতঃ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলায় ব্যাপক পরিমাণে গোলাপ ফুলের উৎপাদন হয়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এবং কোলাঘাট ব্লক এলাকায় মিনিপল ভ্যারাইটির লাল গোলাপের চাষ হয়। পশ্চিম মেদিনীপুরের দাসপুর ও মাদপুর ব্লকেও একই গোলাপ ফুলের চাষ হয়ে থাকে। অন্যদিকে হাওড়া জেলার বাগনাান ব্লকে ম্যাটগোল্ড প্রজাতির গোলাপ ফুলের চাষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *