পার্থ খাঁড়া, আমাদের ভারত, ১৬ সেপ্টেম্বর: প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেই ‘বিশ্ব নবী দিবস’ উপলক্ষে হোসনাবাদ জলসা কমিটির উদ্যোগে মেদিনীপুর শহরের উপকন্ঠে হোসনাবাদে আয়োজিত হলো এক সুমহান রক্তদান শিবির। যে শিবিরে শতাধিক মহিলা সহ প্রায় ২৭০ জন রক্তদান করলেন। শুধু তাই নয়, এই রক্তদান শিবির থেকে পথ নিরাপত্তা তথা রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি সফল করার বার্তা দিয়ে উদ্যোক্তারা রক্তদাতাদের উপহার দিলেন হেলমেট। এছাড়াও ভয়াবহ ‘বিশ্ব উষ্ণায়ন’ প্রতিরোধের বার্তা দিয়ে দেওয়া হল একটি করে চারাগাছও।
শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির এমন একটি দিনে এভাবে রক্তদান শিবিরের আয়োজন এবং পথ নিরাপত্তা ও সবুজায়নের বার্তা দেওয়ার জন্য হোসনাবাদ জলসা কমিটির ভূয়সী প্রশংসা করলেন এদিনের শিবিরে উপস্থিত সিএবি-র জেলা প্রতিনিধি সুজয় হাজরা সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং এলাকাবাসী।