বিজেপির ব্যানার, ফেস্টুন ও কাট আউট ছিঁড়ে দেওয়ার প্রতিবাদে গোবরডাঙ্গায় পথ অবরোধ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রীর ছবির কাট আউট, ব্যানার ও দলীয় পতাকা ছিঁড়ে দেয় কিছু দুষ্কৃতী। থানায় সিসিটিভির ফুটেজ দিয়ে লিখিত অভিযোগ করলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। এর প্রতিবাদে রবিবার সন্ধ্যে ছটা নাগাদ গোবরডাঙ্গা রোড অবরোধ করে বিজেপি সমর্থকরা। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার নকপুল ফার্মগেট চত্বরে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই কাজ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতা।

স্থানীয় সূত্রের খবর, শনিবার ঠাকুরনগরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভা করার কথা ছিল। সেই কারণেই নকপুল ফার্মগেট এলাকা জুড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবির কাট আউট, ব্যানার ও দলীয় পতাকা লাগায় বিজেপি সমর্থকরা। শনিবার রাতে সেই কাট আউট, ব্যানার ও দলীয় পতাকা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছিঁড়ে দেয়। এলাকার এক সিসিটিভির ফুটেজ থেকে দুষ্কৃতীদের চিহ্নিত করে গোবরডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। এরপরেও অভিযুক্তদের গ্রেফতার করেনি গোবরডাঙ্গা থানার পুলিশ বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে কয়েকশো বিজেপি সমর্থক প্রায় এক ঘণ্টা হাবড়া মছলন্দপুর রোড অবরোধ করে।

বিজেপির হাবরা ১উত্তর গ্রামীন মন্ডলের সভাপতি সত্যজিৎ মল্লিক বলেন, পুলিশ দুষ্কৃতীদের চিহ্নিত করেও ইচ্ছা করে গ্রেফতার করছে না। অভিলম্বে অভিযুক্তদের গ্রেফতার না করলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *