একগুচ্ছ প্রকল্প উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সফরের আগে আজ হলদিয়া ঘুরে দেখলেন পেট্রোলিয়াম মন্ত্রী

আমাদের ভারত, হলদিয়া, ৩১ জানুয়ারি: আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের আগে আজ হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভাস্থল সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধনে ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ হলদিয়ায় এসে এমনটাই জানালেন পেট্রোলিয়াম মন্ত্রকের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রবিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান হলদিয়া এলে তাঁর সঙ্গে দেখা করেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ও স্থানীয় বিধায়ক তাপসী মন্ডল। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান হলদিয়ায় বারোটা নাগাদ এসে প্রথমেই যান ভারত পেট্রোলিয়ামের এলপিজি প্ল্যান্টে। সেখান থেকে যান ইন্ডিয়ান অয়েলের তৈল শোধনাগারে। সেখান থেকে তিনি যান হলদিয়ার হেলিপ্যাড ময়দানে। যেখানে প্রধানমন্ত্রীর সভাস্থল হওয়ার কথা। সভাস্থল পরিদর্শনের পরে তিনি হলদিয়ার একটি বেসরকারী হোটেলে সাংবাদিক সম্মেলন করেন। এরপর তিনি দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন।

পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের যাতে নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদান করা সম্ভব হয় তার জন্য ১১০০ কোটি টাকা খরচ করে একটি এলপিজি টার্মিনাল বানানো হয়েছে হলদিয়ায়। হলদিয়া এসে সেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও আত্মনির্ভর ভারতের লক্ষ্যে লুব্রিকেন্ট বেস অয়েল বানানোর জন্য হলদিয়ায় ১০০০ কোটি টাকার বেশি ব্যয়ে গড়ে উঠবে কারখানা। তার ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয় মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টের আওতায় একটি রাস্তার প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ফ্লাইওভার সমেত ওই রাস্তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উর্যা গঙ্গা যোজনার আওতায় পাইপলাইনের মাধ্যমে গ্যাসের সরবরাহ করা হবে। ২৪৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেই প্রকল্পের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফর ঘিরে আশার আলো দেখছে হলদিয়া তথা রাজ্যবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *