জেপি নাড্ডা সহ বিজেপি নেতাদের উপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ আলিপুরদুয়ারে

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১০ ডিসেম্বর: বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ও বিজেপি নেতাদের উপর হামলার প্রতিবাদের রেশ এসে পড়ল রাজ্যের উত্তরের প্রান্তের জেলা আলিপুরদুয়ার শহরেও। এদিনই জেলাসদরের কলেজ হল্ট মোড়ে বিজেপি-র নেতা কর্মীরা রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করে রাখেন।

বিজেপি-র জেলা সাধারন সম্পাদক সুমন কাঞ্জিলাল এবং জেলা নেতা জয়ন্ত রায়ের নেতৃত্বে এদিন বিকেল ৫টা থেকে অবরোধ শুরু হয়। স্বাভাবিকভাবেই অফিস ছুটির সময় অবরোধের জেরে রাস্তার দুইধারে দাঁড়িয়ে পড়ে একাধিক যাত্রীবাহী গাড়ি সহ ছোট-বড় বহু গাড়ি। ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ার থানার পুলিশ। বিজেপি নেতারা তাদের বক্তব্যে স্পষ্টভাবেই জানিয়ে দেন কিছুদিন আগে জয়গাঁও-তে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা হয়েছিল, পুলিশকে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। আজ পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিন দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ অনান্য বিজেপি নেতাদের উপর যেভাবে হামলা চালানো হয়েছে রাজ্য তথা দেশের মানুষ সবটাই দেখেছে। এর উত্তর সাধারন মানুষই দেবে। আমরা শুধু প্রতিশ্রুতি দিতে পারি যে আমরা ক্ষমতায় এলে এক বিন্দুও রক্ত না ঝরিয়ে বিরোধীদের যোগ্য সম্মান দিয়ে রাজ্যকে আমরা দেশের প্রথম সারির রাজ্যের তালিকায় নিয়ে যাব। প্রায় ১ঘন্টা অবরোধ থাকার পর বিজেপি নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *