আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৬ ডিসেম্বর: জলপাইগুড়ি জেলার ৮০টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে রিভিউ মিটিং হল বৃহস্পতিবার। এদিন জলপাইগুড়ি জেলা পরিষদ হলে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের প্রতিনিধি, আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। জেলাশাসক সামা পারভিনের উপস্থিতিতে এদিনের বৈঠক হয়েছে।
উল্লেখ্য, বেশকিছু গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের কাজ অনেকটা পিছিয়ে রয়েছে বলে অভিযোগ। সেইসব গ্রাম পঞ্চায়েতগুলির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ দিনের বৈঠক থেকে সতর্ক করা হয়েছে। ঠিকঠাক কাজ না হলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন জেলাশাসক সামা পারভিন। এই বিষয়ে তিনি বলেন, জেলার ৮০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৭টি গ্রাম পঞ্চায়েতের কাজের মান সেই ভাবে ভালো হয়নি। তাদের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে। আগামী মাসের মধ্যে সমস্ত কাজের অগ্রগতি খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। জেলা প্রশাসনের তৈরি করা একটি দল দ্রুত পিছিয়ে থাকা গ্রাম পঞ্চায়েতগুলি পরিদর্শন করবে বলে তিনি জানান।