সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ ডিসেম্বর: সড়ক দুর্ঘটনা এড়াতে আজ বাঁকুড়ায় পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা অভিযান চালানো হয়। মোটর ভেইকেলস এনফোর্সমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের তত্বাবধানে পথ নিরপত্তা অভিযান চালানো হয় শহরের গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায়।
আজ সকালে জেলা শাসকের দপ্তরের সামনে সচেতনতা বিষয়ক একটি ট্যাবলো উদ্বোধনের মাধ্যমে এই সচেতনতা অভিযানের সূচনা হয়।অতিরিক্ত জেলাশাসক নকুল মাহাতো পতাকা উত্তোলন করে ট্যাবলোর উদ্বোধন করেন। জেলা আরটিও অধিকর্তা ইন্দ্রনীল চক্রবর্তী সহ পূর্ত দপ্তরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ট্যাবলো শহরের কলেজ মোড়, ভৈরবস্থান, মাচানতলা সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
এদিন শহরের গুরুত্বপূর্ণ এলাকায় দু’চাকা, চার চাকা গাড়ির চালক ও পথচলতি নাগরিকদের পথ সচেতনতা বিষয়ে অবহিত করা হয়।আরটিও জেলা কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২২ ডিসেম্বর রাজ্যস্তরে এক সম্মেলনের আয়োজন করা হয়। সেই সম্মেলনে পথ নিরপত্তা বিষয়ে সচেতনতা অভিযানের উপর জোর দেওয়া হয়।