আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৪ মে: বর্ষার আগে প্রশাসনিক প্রস্তুতি তোড়জোড় করতে জলপাইগুড়ি মহকুমাস্তরে পর্যালোচনা বৈঠক হলো বুধবার। জেলাশাসক দফতরে আরটিসি হল ঘরে প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী। সাব ডিভিশন ডেভেলপমেন্ট কমিটির তরফে এদিনের বৈঠকের আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে প্রত্যেক পুরসভা, ব্লক ধরে ধরে বৈঠকে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ নিয়ে আলোচনা হয়।
সামনেই বর্ষা, সেই বর্ষাকে কেন্দ্র করে প্রশাসনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে চলে আলোচনা৷ বর্ষার সময়ে সাধারণ মানুষের সুবিধার্থে কী কী করা প্রয়োজন, কী করতে হবে তা বৈঠকের মধ্য দিয়ে বিভিন্ন দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
পাশাপাশি কঠিন বর্জ্য, শিক্ষা ক্ষেত্রে পঠনপাঠনের মানোন্নয়নের জন্য কী করতে হবে এই বিষয়ে আলোচনা হয় বলে জানালেন সদর মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে যেসব জায়গায় জোর দিতে হবে সেগুলো তুলে ধরা হয়েছে বৈঠকে।”