আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৪ মে: একাধিক দাবিদাওয়া নিয়ে আন্দোলনে নামল সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি সদর ব্লক কমিটি৷ বুধবার সদর বিডিও অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ দেখালেন মিড ডে মিলের কর্মীরা।
বারো মাস ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে কাজ করে গেলেও সামান্য বেতন দেওয়া হচ্ছে তাদের৷ দ্রব্যমূল্যের বাজারে সামান্য বেতনে সংসার চলছে না। এই পরিস্থিতিতে কর্মীদের দাবি, শ্রম দফতরের সুপারিশ অনুযায়ী কর্মীদের বাঁচার মত বেতন দিতে হবে। সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে। দশ মাস নয়, বারো মাসের বেতন দিতে হবে। বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি মিড ডে মিলের কর্মীদের অবসরকালীনের সময় এক কালীন পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবি তোলা হয়। এ ছাড়া পিএফ, পেনশন, বোনাস, গ্যাচুইটির দাবি তোলা হয়েছে। মিড মে মিল কর্মীদের অন্যায় ভাবে কোনও কর্মী কিংবা গ্রুপকে ছাটাই করা যাবে না।
ইউনিয়নের জেলা সম্পাদিকা শীলা পাল বলেন, “অন্য সব রাজ্যের মিড ডে মিলের কর্মীদের বেতন বেশি দেওয়া হয়। কিন্তু আমাদের রাজ্যের কর্মীদের সামান্য বেতন দেওয়া হচ্ছে। এই কারণে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিদাওয়া নিয়ে আন্দোলন।”