কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: নিম্নচাপের জেরে বৃষ্টির প্রভাবে ঘাটালের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বহু মানুষ এখনও ত্রাণ শিবিরে। প্লাবিত মানুষের পাশে ভারত সেবাশ্রম সংঘ।
ঘাটালের বন্যা প্লাবিত এলাকাগুলিতে রান্না করা খাবার দিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। হাজার হাজার মানুষকে ভারত সেবাশ্রম সংঘের তরফে রান্না করা খাবার বিলি করা হচ্ছে বন্যা কবলিত এলাকায়। স্বামী সুরেশানন্দ মহারাজ জানান, জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে বন্যার্তদের কাছে খাবার পাঠানো হচ্ছে। সহযোগিতা করছেন সাধারণ মানুষ। ১৯১৭ সালে স্বামী প্রণবানন্দ প্রতিষ্ঠা করেন ভারত সেবাশ্রম সংঘ। তাঁর নির্দেশ এবং শক্তিতে কাজ করছেন বলে জানান স্বামী সুরেশানন্দ মহারাজ।