আমাদের ভারত, নদিয়া, ১৯ ফেব্রুয়ারি: পুলিশ ব্যারাক থেকে বুধবার সকালে দেহ উদ্ধার হয়েছে এক কর্মীর। মৃতের নাম দেবাশিস গড়াই। মায়াপুর পুলিশ ফাঁড়িতে এএসআই পদে কর্মরত ছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে সহকর্মীরা ব্যারাকে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। দেহ উদ্ধার করে স্থানীয় মায়াপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহটি শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
ওই পুলিশ কর্মী আত্মহত্যা করেছেন, না এই ঘটনার পেছনে অন্য কোনও রহস্য রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।