আমাদের ভারত, ৩ অক্টোবর: বাংলাদেশের ঢাকায় দুর্গাপ্রতিমা ভাঙ্গার ছবিতে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাধিক ছবি সামাজিক মাধ্যমে রিপোস্ট করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
তসলিমার শেয়ার করা আজিজুল রমিজের পোস্টে পাঁচটি ভাঙ্গা মূর্তির ছবি। সঙ্গে লেখা— “দৃশ্যপট কিশোরগঞ্জ জেলার ৩২ এলাকার শ্রী শ্রী গোপিনাথ জিউর আখড়া, বুধবার ভোরবেলা। আমাদের মনে রাখা উচিত হিংসা শুধু হিংসা ডেকে আনে। একটি ভাঙ্গচুর আরেকটি ভাঙ্গচুরের জন্ম দেয়। ধর্মের নামে উগ্রতা ব্যাপারটি এই উপমহাদেশে দীর্ঘকালের ব্যাধি। এই ব্যাধি থেকে আমরা মুক্তি চাই। বাংলাদেশে হিন্দুরা নিরাপদ থাকুক, ভারতে মুসলিমরা। যে যেখানে জন্ম নিয়েছে সেটা তার জন্মভূমি। কেউ যেন তার জন্মভূমিতে নির্যাতিত না হয়।” বেলা দুটো ২০-তে পোস্ট করার এক ঘন্টা বাদে মন্তব্য ও শেয়ার হয়েছে ২৫টি করে।
একটি দৈনিকের সাংবাদিক জয়ন্ত সিংহ রায়ের পোস্টও শেয়ার করেছেন তসলিমা। এতে ভাঙ্গা প্রতিমা মূর্তির ছবির সঙ্গে লেখা, “কিশোরগঞ্জের বত্রিশবাসীর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা৷” বেলা দুটো ২০-তে পোস্ট করার এক ঘন্টা বাদে মন্তব্য ও শেয়ার হয়েছে ২৫টি করে।