“এক বছরের মধ্যেই আমরা পশ্চিমবঙ্গে জেতার মতো জায়গায় পৌঁছে যাব,” দাবি বিজেপি নেতা রাম মাধবের

আমাদের ভারত, ৯ মার্চ:২০২১-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিজেপি। এবার পশ্চিমবঙ্গে বিজেপি জিতবেই বলে দাবি করলেন দলের সাধারণ সম্পাদক রাম মাধব। রবিবার গুয়াহাটিতে তাঁর বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন এবার পশ্চিমবঙ্গকে।

রামমাধব বলেন, দলের ভিত মজবুত করার জন্য তিনি যথেষ্ট সময় কাটাবেন পশ্চিমবঙ্গে এসে। রাজ্যের ক্ষেত্রে বিজেপির অবস্থান সম্পর্কে রাম মাধবকে প্রশ্ন করা হলে তিনি বলেন,”পশ্চিমবঙ্গে আমরা আগামী বিধানসভা নির্বাচন জিততে চাইছি। স্বরাষ্ট্রমন্ত্রীর নিজে সেখানে পর্যাপ্ত সময় দিচ্ছেন। দলের অন্য সিনিয়র নেতারা তাদের সেরাটা দিচ্ছেন। এক বছরের মধ্যেই আমরা পশ্চিমবঙ্গে জেতার মতো জায়গায় পৌঁছে যাব। একই সঙ্গে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা হারাবো। বিজেপি সরকার গড়বে।”

রাম মাধব আশাবাদী অসমে আবার ক্ষমতায় ফিরবে বিজেপি। তার গলায় আত্মবিশ্বাসের সুর, পশ্চিমবঙ্গে ও অসমে বিজেপি সরকার গঠন করবেই। তিনি বলেন,”আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অসমে এনডিএ সরকার ক্ষমতায় ফিরবে। এখানে আমরা প্রচুর কাজ করেছি, মোদীজিও অনেক কাজ করেছেন। অসমের জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।”

রাম মাধব বলেন, অসমের ভোটে এনআর বা সিএএ-র কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, সম্প্রতি ডিব্রুগড়ে আমরা একটি বিশাল সমাবেশ করেছি। যেখান থেকে বোঝা যাচ্ছে এখানকার মানুষ আমাদের পাশেই রয়েছে। আর তাতে আমাদের আর কোনো সংশয় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *