ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত, করোনা যতই ভয় দেখা আজ বসন্ত

আমাদের ভারত, হাওড়া, ৯ মার্চ: বসন্তের রঙে রেঙে উঠল ডোমজুড়ের নটরাজ নৃত্যাঙ্গন নিত্য শিল্পীরা। গত ১০ বছর একইভাবে বসন্ত উৎসব পালন করে চলেছেন। বসন্ত উৎসবে এবারেও একইভাবে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্তকে স্বাগত জানালো হাওড়ার চামরাইল এর নৃত্যশিল্পীরা।

সকাল থেকেই নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ভোর পাঁচটা নাগাদ শুরু হয় প্রভাতফেরি দিয়ে। এই প্রভাতফেরিতে এলাকার বহু মানুষ যোগ দেন। মেতে ওঠেন বসন্ত উৎসবে।
নাচ গান ও আবির খেলায় মেতে ওঠেন সবাই। সবমিলিয়ে রবীন্দ্রভারতীর তিক্ত অভিজ্ঞতার মাঝেই বসন্ত উৎসবকে চেনা রূপে উদযাপন করল হাওড়া ডোমজুড় চামরাইল নটরাজ নৃত্য নৃত্যশিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *