পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: পূর্ব ভারতের অন্যতম সেরা মহিলা মহাবিদ্যালয় মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান কলেজে অনুষ্ঠিত হলো রক্তদাতা উদ্বুদ্ধকরণ শিবির।
মঙ্গলবার বিকেলে কলেজের বি সি রায় মেমোরিয়াল সভাগৃহে কলেজের এনএসএস ইউনিটগুলির যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে কলেজের দুই শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী ও রক্তদান আন্দোলনের কর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। উপস্থিত ছিলেন কলেজের টিচার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক ডঃ মৃণাল কান্তি পৈড়া। উপস্থিত ছিলেন এনএসএস- এর চারটি ইউনিটের দায়িত্ব প্রাপ্ত প্রোগ্রাম অফিসার অধ্যাপক ড: সেখ সাব্বির হোসেন, অধ্যাপক পার্থ প্রতিম জানা, অধ্যাপিকা থিনলে ভুটিয়া, অধ্যাপিকা শ্রেয়সী দত্ত প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক বিশ্বনাথ নাগ, সুকুমার মণ্ডল, নির্মাল্য সিনহা প্রমুখ। সভা সঞ্চালনা করেন ড: সেখ সাব্বির হোসেন। আলোচকগণ রক্তদানের বিভিন্ন দিক আলোচনার পাশাপাশি ছাত্রীদের রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য গ্রীষ্মকালীন রক্তের চাহিদা কিছুটা হলেও মেটাতে এপ্রিলের গোড়াতে কলেজে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে।