বিধ্বংসী দাবানলের পর সাময়িক স্বস্তির বৃষ্টি অস্ট্রেলিয়ায়

আমাদের ভারত ডেস্ক, ৬ জানুয়ারি: শতাব্দীর ভয়াবহতম বিধ্বংসী দাবানলের শিকার হয়েছে অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ২৪ জন, ৫০০-র বেশি বাড়ি পুড়ে ছাই। প্রাণ হারিয়েছে অসংখ্য জীবজন্তু। বেসরকারি মতে সংখ্যাটা আরও অনেক বেশি।

প্রায় প্রতিদিনই বিভিন্ন সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলের ছবি উঠে আসছে। জঙ্গলে লাগা আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় চারধার ঢেকে যাচ্ছে। তবে অবশেষে সামান্য হলেও বৃষ্টির দেখা মিলেছে। যদিও এই ‘সাময়িক’ বৃষ্টি আগুন নেভাতে খুব একটা কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন অনেকে।

একজন একটি ভিডিও টুইট করে লিখেছেন, ‘আমাদের সকল অগ্নিনির্বাপণ কর্মীরা বারবার বলছিল, বৃষ্টি ছাড়া এই আগুন থামানো অসম্ভব। অবশেষে এটা হয়েছে। কিন্তু ভয়াবহ আগুন থামাতে অনেক, আরও অনেক বেশি বৃষ্টির প্রয়োজন।’ কেউ কেউ লিখেছেন ‘এই সামান্য বৃষ্টি অস্ট্রেলিয়াকে আগুনের হাত থেকে রক্ষা করবে না।’ সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া ভিডিওতে জ্বলন্ত বনের পাশে বৃষ্টিতে ভিজে অগ্নি নির্বাপক করবে না।’

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার একাধিক জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। তাপমাত্রা বাড়তে থাকায় আগুন নেভাতে সমস্যায় পড়েছে দমকল। ৮০ বছরে সবচেয়ে বেশি তাপমাত্রা বেড়েছে ক্যানবেরায়। ভিক্টোরিয়া অঞ্চলে স্টেট অফ ডিজাস্টার ঘোষণা করা হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে নিউ সাউথ ওয়েলসে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার দাবানলে প্রাণ হারানো অসংখ্য প্রাণীর ঝলসানো ছবি। এলাকার মানুষকে স্থানান্তর করতেও উদ্যোগ নিয়েছে সেনা। দাবানলের জেরে পরিবেশেরও বিপুল ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *