আমাদের ভারত, হাওড়া, ৬ জানুয়ারি: বিয়ের এক বছরের মধ্যে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম রাজিয়া বেগম (১৯)। বাড়ি বাগনান থানার বাকুড়দহ গ্রামের কাঁটাপুকুর মিদ্দে পাড়ায়। ঘটনায় মৃত গৃহবধূর বাবা আসগর মিদ্দের অভিযোগের ভিত্তিতে বাগনান থানার পুলিশ মৃত গৃহবধূর স্বামী বরজাহান আলিকে গ্রেফতার করেছে। ধৃতকে সোমবার উলুবেড়িয়া আদালতে তোলা হয়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
জানাগেছে, একই গ্রামের বাসিন্দা বরজাহানের সঙ্গে রাজিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। বরজাহান সেভাবে কোনও কাজ না করায় রাজিয়ার পরিবার প্রথমে এই সম্পর্ক মেনে না নিলেও পরে মেনে নেয় এবং এক বছর আগে তাদের বিয়ে হয়। আসগর মিদ্দের অভিযোগ, বিয়ের সময় ছেলের বাড়ির দাবি মত দেনাপাওনা দিলেও বিয়ের কয়েকদিন পর থেকেই আরোও টাকার দাবিতে মেয়ের উপর অত্যাচার শুরু করে তার শ্বশুর বাড়ির লোকেরা। তিনি অভিযোগ করেন, টাকা দিতে না পারায় মেয়েকে বাপের বাড়ি আসতে না দেওয়ায় পাশাপাশি তাকে মারধর করত। আসগর মিদ্দে জানান, রবিবার সকালে মেয়ের শ্বশুর বাড়ির পাশ থেকে এক প্রতিবেশী ফোনে জানায় রাজিয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। পরে আমরা গিয়ে দেখি মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে। তাঁর অভিযোগ রাজিয়ার গলায় আঙুলের ছাপ দেখে আমাদের সন্দেহ মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনায় তিনি রাজিয়ার স্বামী সহ ৫ জনের বিরুদ্ধে বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।