ভবঘুরেদের কাছে সান্তাক্লজের ভূমিকায় রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ ডিসেম্বর: মঙ্গলবার রাত ১২টা বাজতেই সান্তাক্লজের ভূমিকায় রায়গঞ্জ স্টেশনে ভবঘুরেদের সামনে পৌঁছে গেলেন তিনি ৷ উপহার হিসাবে তাদের হাতে তুলে দিলেন কম্বল ও কেকের প্যাকেট ৷ আর হাতের কাছে বিধায়ককে সান্তার ভূমিকায় পেয়ে আপ্লুত ভবঘুরেরা।

বিগত ১১ বছর ধরে বড় দিনে সান্তাক্লজের রূপেই দেখা যায় রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তকে। রায়গঞ্জ শহরের দুঃস্থ মানুষদের কম্বল, কেকের প্যাকেট ও পানীয় জলের বোতল বিতরণ করেন তিনি । ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই শুরু হয় বড়দিনের উৎসব। আর ঠিক সেই সময়টাতেই হাতে শীতের কম্বল আর বড়দিনের কেক নিয়ে মোহিতবাবু আসেন আশ্রয়হীন মানুষদের কাছে।

এই বিষয়ে মোহিতবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”বিগত ১১ বছর ধরে একইভাবে এই বড়দিনের উৎসবে ছোট বড় সকলকে নিয়ে আনন্দে মেতে উঠি।” দুঃস্থ মানুষদের প্রতি মবছরই শীতবস্ত্র দিয়ে তাঁদের শীতের কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *