ভারত এখন সুপার পাওয়ার, বিশ্বকে এই বার্তা দিয়েছিলেন বাজপেয়ী: রাজ্যপাল

নীল বনিক, আমাদের ভারত, ২৫ডিসেম্বর: ভারতকে সুপার পাওয়ার তৈরি করতে অটলবিহারী বাজপেয়ীর ভূমিকা অনস্বীকার্য বলে জানালেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার রাজভবনে প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে এইকথা বলেন তিনি।

রাজভবনে অটলবিহারী বাজপেয়ীর ছবিতে এদিন মাল্যদান করেন সস্ত্রীক রাজ্যপাল। তারপরে বক্তব্য রাখার সময় প্রয়াত প্রধানমন্ত্রীর কাজ নিয়ে রাজ্যপাল স্মৃতিচারনা করেন। তিনি বলেন, পোখরানে পরমাণু পরীক্ষা করার সময় ভারতের উপর চাপছিল। কিন্তুু অটলবিহারী বাজপেয়ী সেই চাপের কাছে মাথানত করেননি। পোখরানে একবার নয়, দু’বার পরমাণু বোমা পরীক্ষা করেছিলেন। তারসঙ্গে বিশ্বকে বার্তা দিয়েছিলেন ভারত এখন সুপার পাওয়ারের অধিকারী, সুপারম্যান। ভারতকে এবার সারা বিশ্বকে সমীহ করতে হবে।

এছাড়াও মানুষ হিসেবে প্রধানমন্ত্রীর সহজ সরল জীবনযাপন নিয়েও চর্চা করেন রাজ্যপাল। দেশের গণতন্ত্র রক্ষা করতে তাঁর ভূমিকা নিয়েও আলোচনা হয়। সংসদের ভিতরে কীভাবে সরস বক্তৃতায় সবাইকে মাতিয়ে রাখতেন তারও উল্লেখ করেন রাজ্যপাল জগদীপ ধনকর।
রাজভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও সাংসদ সৌমিত্র খাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *