সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার করায় দুটি পুজো কমিটিকে পুরস্কৃত করল রায়গঞ্জ জেলা পুলিশ

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৬ অক্টোবর: করোনা আবহে স্বল্প বাজেটে আকর্ষণীয় পুজো করার সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার বেশ কয়েকটি পুজো কমিটি সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার করায়, তাদের পুরস্কৃত করা হল। নবমীর রাতে রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ পুরস্কার বিতরণী উৎসব ২০২০ অনুষ্ঠিত হল রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে।

রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত করনদিঘী, কালিয়াগঞ্জ, ইটাহার, হেমতাবাদ ও রায়গঞ্জ থানা এলাকার পুজো কমিটিগুলির মধ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার ও সচেতনতামূলক পদক্ষেপ করায় করনদিঘী সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং রায়গঞ্জ শহরের “অমর-সুব্রত স্পোর্টিং ক্লাবকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি। পুরস্কার হিসেবে ট্রফি এবং ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে করোনাজয়ী সাতজন সিভিক ভলান্টিয়ার কোভিড যোদ্ধাকে শংসাপত্র ও ট্রফি তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, ইটাহারের বিধায়ক অমল আচার্য, করনদিঘীর বিধায়ক মনোদেব সিনহা, উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস এবং রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্ক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *