স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ অক্টোবর: উমাকে বিদায়, জানানোর পালা এবার। স্বভাবতই মন খারাপ আপামর বাঙালির। আবার অপেক্ষা একটি বছরের।
ঐতিহ্য এবং সংস্কৃতির কাছে সবকিছুই যে হার মানে তা আরএকবার প্রমাণ হল সিঁদুর খেলায়। আদালত সিঁদুর খেলার উপর নিষেধাজ্ঞা জারি করলেও মহিলাদের বিশ্বাসকে আটকানক গেল না। তাই মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে সিঁদুর খেলা। রায়গঞ্জ ঐক্য সন্মেলনী ক্লাবে এমনই চিত্র ধরা পড়ল। তাই হাজারো মন খারাপের মাঝেও হাসিমুখে সিঁদুর খেলা ও মিষ্টিমুখের মাধ্যমে মহা আড়ম্বরে ঘরের মেয়েকে পাঠানো হয় তাঁর শ্বশুরবাড়িতে।
কিন্তু, এই বিজয়া দশমীর প্রকৃত তাৎপর্য হয়তো অনেকেরই অজানা। তাই দশমীতে দর্পন বিসর্জন না হতেই মায়ের পায়ে সিদুর দিতে দেখা গেল। সেই সিঁদুর নিয়েই মহিলারা খেলায় মেতে উঠলেন।