বিজেপির ঔরসে তৃণমূলের জন্ম, বিতর্কিত মন্তব্য রাহুল সিনহার

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৭ ডিসেম্বর:
বিজেপির ঔরসে তৃণমূলের জন্ম, বলে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, তৃণমূলকে জন্ম দিয়েছে বিজেপি। বিজেপি না থাকলে রাজ্যের শাসক দলের জন্ম হতো না। শুক্রবার দলের রাজ্য সদর দফতরে এ কথা বলেন রাহুল সিনহা। তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, কংগ্রেসে না থাকতে পেরে চলে এসেছিলেন। তখন ওনাকে বিজেপিই সাহায্য করেছিলেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করান তিনি।

পাশাপাশি এদিন শহরে বাম, কংগ্রেসের যৌথ আন্দোলন নিয়েও রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। তাঁর অভিযোগ বাম, কংগ্রেসের মিছিলের প্রডিউসার তৃণমূল। আর এর ডায়রেক্টর খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে সব জায়গাতে বিজেপিকে আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় বাম, কংগ্রেসকে পিছন থেকে সুবিধে দিচ্ছেন। না হলে শহরে বিজেপি মিছিল করার অনুমতি পায় না। আর বর্তমানে বাম, কংগ্রেস কর্মসূচি করার জন্য পুলিশের অনুমতি পায়। এরথেকেই প্রমাণ হয় বিজেপিকে এ রাজ্যে আটকাতে তৃণমূল পিছন থেকে হাতুড়ি ও হাতকে সাহায্য করছে। তবে তাতে বিশেষ কোনও লাভ হবে না বলে এদিন জানান রাহুল সিনহা। তৃণমূলকে বার্তা দিয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক বলেন, বিজেপি একলা লড়াই করতে জানে। রাজ্যে একলা লড়াই করে বাংলায় নিজেদের প্রতিষ্ঠা করবে বলে জানান রাহুল বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *