নীল বনিক, আমাদের ভারত, নদিয়া, ২৭ ডিসেম্বর: নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার ওসি রাজশেখর পালের মানবিক মুখ দেখলেন এলাকার বাসিন্দরা। শুক্রবার স্থানীয় দুঃস্থ মানুষের সাহায্যে এগিয়ে এলেন তিনি। কৃষ্ণগঞ্জ থানার মধ্যে পরে প্রাচীন শিবনিবাস মন্দির। এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরে। তাই শীতকালে এই মন্দিরে বহু মানুষ আসেন ঘুরতে। আবার অনেকে মন্দিরের সামনের নদী থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢেলে পুজো করেন। মন্দিরের বাইরে সাহায্যের জন্য স্থানীয় কিছু দুঃস্থ মানুষ সবসময় বসে থাকেন। তবে এদিন স্থানীয় শিবনিবাস মন্দিরে দুঃস্থ মানুষের সাহায্যে এগিয়ে এলেন কৃষ্ণগঞ্জ থানার ওসি রাজশেখর পাল। শীতের হাত থেকে হতদ্ররিদ্র মানুষদের রক্ষা করতে নিজেই তাদের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দিলেন। থানার বড়ো বাবুকে সাহায্য করতে অনান্য পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন।
রাজশেখর বাবু তবে এ বিষয়টিকে বড়ো করে দেখতে নারাজ। তিনি বলেন, বছরে একটা দিন আমরা মানুষের পাশে থাকলাম। তবে থানার ওসির মানবিক মুখ দেখে খুশি স্থানীয় বাসিন্দারা। অনেক ওসি এই থানায় এসেছেন। তবে রাজশেখর পাল একটু অন্যরকম বলে জানালেন স্থানীয় বাসিন্দারা।