পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৯ মে: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে মেদিনীপুর শহরের বিধাননগরস্থিত সবুজ সংগ্রামী ক্লাবে আয়োজন করা হয়েছিল একটি ছোট্ট অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় উপস্থিত সকলের পক্ষ থেকে। পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মৌ রায় উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। পাশাপাশি উপস্থিত ছিলেন অঞ্জলি সোম, শুক্লা সিংহ, শিবানী দত্ত, ঝুনু মিশ্র, চন্ডী হাজরা, সুরজিৎ সাহা, দেবজিৎ দাস সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
কবিগুরুর ছবিতে মাল্যদান করেন সকলে। রবীন্দ্র সঙ্গীত গেয়ে উদযাপন করা হয় আজকের এই বিশেষ দিনটি। অন্যদিকে সাম্প্রদায়িকতা রুখতে রবীন্দ্রজয়ন্তীতে রাখিবন্ধন করা হয় সবুজ সংগ্রামী ক্লাব চত্বরে।