পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ মে:
আজ মেদিনীপুর শহরের সাবিত্রী ভবনে রাজপুত আর্য ক্ষত্রিয় সমাজের উদ্যোগে ইতিহাসের বীর চরিত্র মহারানা প্রতাপ সিং- এর জন্মজয়ন্তী পালন করা হয়। এই অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
মহারানা প্রতাপ সিং- এর জীবনী নিয়ে বিভিন্ন সদস্য আলোচনা করেন। উপস্থিত ছিলেন রাজপুত আর্য ক্ষত্রিয় সমাজের নেতৃত্ব পল্লব সিং, অনুপ সিং, জিতেশ সিং রঘুনাথ সিং, সমাজসেবী সুমন চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।