সাথী দাস, পুরুলিয়া, ৩১ জানুয়ারি: ভোট দরজায় নাড়া দিল বলে। আর তাই, প্রধান প্রতিপক্ষ বিজেপি সহ বিরোধী দলকে বেকায়দায় ফেলতে নতুন কৌশল অবলম্বন করল শাসক দল তৃণমূল কংগ্রেস। দলীয় নেতাদের কম পক্ষে তিনটি বাড়িতে গিয়ে দলীয় পতাকা লাগানোর নির্দেশ দিল পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। দলের এই কৌশল কার্যকর করতে তৃণমূল জেলা সভাপতি গুরুপদ টুডু তাঁর বাড়িতে সেই কর্মসূচির সূচনা করেন। আজ মানবাজারের জিতুজুড়ি পঞ্চায়েতের কাদলাগড়া গ্রামে তাঁর বাড়ির দরজায় দলীয় পতাকা বেঁধে উদ্বুদ্ধ করলেন গ্রামের অন্য নেতা কর্মীদের। তিনি বলেন, “আমরা দিদির অনুগামীরা আগামী নির্বাচনের আগে এই উদ্যোগ নিচ্ছি দলের ও দিদির প্রতি আমাদের ভালবাসা দেখানোর জন্য৷
প্রত্যেক সক্রিয় কর্মী দলের একটি পতাকা নিজের বাড়ির বাইরে লাগাবেন। আর নিজের তিনজন বন্ধু বা সহযোদ্ধাকে আহ্বান করবেন তাঁদের বাড়িতে পতাকা লাগাতে।” তাঁর দাবি, এই উদ্যোগ একটি জন আন্দোলনে পরিণত হবে। যা নির্বাচনী যুদ্ধে শক্তি বৃদ্ধি করবে।
এদিন তৃণমূলের বিভিন্ন জেলা নেতা ও পদাধিকারীরা নিজের বাড়ির দরজার সামনে দলীয় পতাকা লাগান। সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তবে, আজ অন্তত অন্যদের পতাকা লাগানোর ছবি দেখা যায়নি।