সাথী দাস, পুরুলিয়া, ১ জুন: সুইসা স্টেশনের কাছে নীলাচল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হলেন কয়েকজন। এঁদের দুই জনের আঘাত মারাত্মক। নিউ দিল্লি থেকে পুরীগামী নীলাচল এক্সপ্রেস ট্রেন দক্ষিণ- পূর্ব রেলওয়ের অধীন সুইসা স্টেশনের কাছে পৌঁছানো মাত্রই আচমকাই ইলেকট্রিক তার ছিটকে পড়ে বিপত্তি ঘটে। হঠাৎ ঝটকায় ট্রেন যাত্রীদের একাংশ গুরুতর আহত হন। কারোর মাথায়, কারোর মুখে ধাক্কা লাগে। রক্তাক্ত হয়ে পড়ে কামরার মেঝে। তাদের উদ্ধার কাজে জিআরপি, আরপিএফ, সুইসা ফাঁড়ির পুলিশ ও স্থানীয় মানুষজনের সহযোগিতায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
দিল্লি থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেওয়া জনৈক সন্তোষ নামের আহতদের সহযাত্রী জানান, সুইসা স্টেশন পেরোতেই সশব্দে ঝাঁকুনি দিয়ে ট্রেনটি আচমকা থামতেই হুড়মুড়িয়ে পড়েন যাত্রীরা। আর এতেই আহত হন অনেকেই। তাঁদের মধ্যে দুই যাত্রী গুরুতর আহত হন। প্রায় এক ঘন্টা পর তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।