BJP, TMC, বাংলায় অনেক বেশি পদ্ম ফুটবে, ২০-র গন্ডি ঘাসফুল ফেরোবে না, বলছে বুথ ফেরত সমীক্ষা

আমাদের ভারত, ১ জুন: ২০১৯ সালের ৪২- এ ৪২ দাবি করে ধাক্কা খেয়েছিল তৃণমূল কংগ্রেস। এবারও সেই ধাক্কা জারি থাকবে বলে মনে করা হচছে এক্সিট পোলের সমীক্ষার রিপোর্টে। খুব বেশি হলে বাংলায় ১৬ থেকে ২০টি আসন পাবে তৃণমূল। অন্যদিকে বিজেপি পাবে ২১ থেকে ২৬টি আসন। গত লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি পেয়েছিল ১৮টি আসন, এবার অমিত শাহ থেকে মোদী, বাংলায় প্রচারে এসে ৩০- এরও বেশি আসন পাওয়ার দাবি করেছিলেন। ৩০টির বেশি আসল না পেলেও তার কাছাকাছি পৌঁছে যাবে পদ্ম শিবির বলে মনে করা হচ্ছে বুথ ফেরত সমীক্ষায়।

আর বুথ ফেরত সমীক্ষার ফলাফল যদি মিলে যায় তাহলে চাপে পড়বে রাজ্যের শাসক দল। ২০১৯- এর লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছিল। বড় অঙ্কের আসন পেয়েছিল বিজেপি। বিজেপির ১৮টি আসন পাওয়া চমকে দিয়েছিল তৃণমূল কংগ্রেসকেও। যদিও একুশের বিধানসভা ভোটে আবারো ধরাশায়ী হতে হয়েছে বিজেপিকে। লোকসভা ভোটে আসন সংখ্যা বাড়লেও বিধানসভা ভোটে বিজেপি ধাক্কা খেয়েছিল।

এবার বিজেপি দাবি করেছে তারা ৩০টির বেশি আসন পাবে। কিন্তু সত্যি সেটা সম্ভব কিনা সেটাই দেখার জন্য মঙ্গল বার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

একাধিক কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষত, বর্ধমান দুর্গাপুর, দুই মেদনীপুর জেলাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনাতে লড়াই অতো সহজ হবে না তৃণমূল কংগ্রেস বা বিজেপি কারোর কাছেই। এমনকি মতুয়া শিবিরে সুবিধাজনক অবস্থানে নেই দু’পক্ষই বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *