আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৫ অক্টোবর:
চলতি বছরে করোনা আবহে রাজ্য সরকারের নির্দেশ মেনে পুজো করছে বাংলার বিভিন্ন পুজো উদ্যোক্তারা। উত্তর ২৪ পরগনার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম বরানগর নেতাজী কলোনী লোল্যান্ডের পুজো। এই পুজো এবছর ৩১ তম বছরে পদার্পন করল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন
করেছিলেন।
এবছর করোনা বিধি মেনে খোলা মেলা মণ্ডপ সজ্জা করেছেন পুজোর উদ্যোক্তারা। গড়ে তোলা হয়েছে কাল্পনিক জমিদার বাড়ির ঠাকুর দালান। যে ঠাকুর দালানে একচালার প্রতিমায় মা দুর্গা পূজিত হন। শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় ৪০০ বছর আগের এক প্রাচীন জমিদার বাড়ির ঠাকুর দালান গড়ে উঠেছে এখানকার মণ্ডপ সজ্জায়।
তৎকালীন জমিদার বাড়িতে যে যে সুব্যবস্থা থাকে, সেই একই ব্যবস্থা রয়েছে এখানকার পুজোয়। পুজো মণ্ডপে মাস্ক ও স্যানিটাইজারের সুব্যবস্থা রাখা হয়েছে। তবে এবছর করোনার কারণে এই পুজোয় দর্শক প্রায় নেই বললেই চলে। পুজোয় দর্শক না আসায় কিছুটা হলেও হতাশ এই পুজোর উদ্যোক্তারা।