আমাদের ভারত, ২৫ অক্টোবর: আইপিএলের ইতিহাসে ২০০ ছক্কা মারার নজির গড়লেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ধোনিদের বিরুদ্দগে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বিরাট কোহলির দল। ৩১ রানের মাথায় ফিঞ্চ ফিরে যেতেই মাঠে নামেন অধিনায়ক কোহলি ৪৩ বলে তিনি করেন ৫০ রান। এর মধ্যে একটা চার ও একটা ছয় মারেন তিনি। এই ছয় মারার সুবাদে আইপিএলের ইতিহাসে ২০০ টি ছক্কা মারার নজির গড়লেন তিনি। ১৬.৩ ওভারে জাদেজার বলে ছয় মেরে ইতিহাসের পাতায় জায়গা করে নেন। যদিও কোহলি ৫০ রান করলেও ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে ১৪৫ রানের বেশি তুলতে পারেনি কোহলির দল।
এদিন ২০০ টি ছয় মারার সুবাদে আই পিএলের পঞ্চম ক্রিকেটার হিসেবে ওই ক্লাবের সদস্য হলেন কোহলি। ভারতীয় হিসেবে তৃতীয় ব্যাটসম্যান যিনি ২০০ টি ছয় মেরেছেন। এর আগে ক্রিস গেইল (৩৩৬), এবি ডিভিলিয়ার্স (২৩১), মহেন্দ্র সিং ধোনি (২১৬) ও রোহিত শর্মা (২০৯)টি ছয় মেরেছেন। এদিন আই পি এলের ৩৯ তম অর্ধশতরান করেন তিনি।