ডা. সনৎ মণ্ডল
আমাদের ভারত, কলকাতা, ২৫ অক্টোবর:
কলকতা এবং শহরতলিতে এবার দুর্গাপুজোটাকে অন্তত উচ্ছৃঙ্খল উৎসব না বানিয়ে চিরাচরিত দুর্গোৎসব হিসাবে পালন করা হচ্ছে| শাসক দলের সুরসুড়িকে পাত্তা না দিয়ে আদালতের পরামর্শ শিরোধার্য করল রাজ্যের মানুষ। দর্শনার্থীদের এই আচরণাস্ত্র আত্মরক্ষায়।
এতে করে যদি থিমের ঢং কিছুটা স্তিমিত হয়| কাঁড়ি কাঁড়ি টাকা এবং পণ্যের অপচয় যদি কিছুটি কমে| তথাকথিত সেলিব্রিটিদের ন্যাকামী যদি একটু কম চোখে পড়ে|
অবশ্য এতে চিন্তারও কোনও কারণ নাই| মাদুর্গার ব্যবহার্য অস্ত্রগুলি যেন প্রতিটি বাঙ্গালী বাড়ির জ্যান্ত দূর্গার ব্যবহার্য হয়|
চিরাচরিত প্রথা অনুসারে দশমীতে সারা ভারতে শস্ত্র পূজন অনুষ্ঠিত হবে যা বাঙ্গালী প্রায় ভুলেই গেছে| তার সাথে সাথে ভুলে গেছে নিজ গৃহস্থ অস্ত্রের গুরুত্ব| দুই তৃতীয়াংশ বাঙ্গালীর গৃহহারা ভিটেছাড়া হওয়ার এটা একটা বড় কারণ|
তাই, মা দূর্গার কাছে একান্ত প্রার্থনা কেবল উৎসব উৎসব করে নাচানাচি না করে বাঙ্গালী এবং জ্যান্ত দুর্গারা যেন নিজেদের রক্ষায় তোমার মত অস্ত্র ধারণ এবং চালনে পারদর্শী ও বিচারশীল হয়ে উঠে মা| আনন্দের সাথে সাথে এটাও প্রয়োজন। তবেই দুর্গাপূজা আমাদের জীবনে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে|
(বক্তব্য লেখকের একেবারেই নিজস্ব।)