আমাদের ভারত, ব্যারাকপুর, ২ ডিসেম্বর : ফের প্রকাশ্যে শ্যুট আউটের ঘটনা উত্তর ২৪ পরগনার ইছাপুরের মায়াপল্লীতে। গুলিবিদ্ধ হলেন স্থানীয় প্রোমোটার নেপাল দাস। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়।
জানাগেছে, ৩ জন দুষ্কৃতী বাইকে করে এসে খুব কাছ থেকে গুলি করে প্রোমোটার নেপাল দাসকে। নেপাল দাস এলাকায় তৃণমূল সমর্থক বলে পরিচিত। নেপালের বৌদি চম্পা দাস উত্তর ব্যারাকপুর পৌরসভা এলাকার ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। দিন কয়েক আগে চম্পা দেবীকেও গুলি করে খুনের চেষ্টা করা হয়েছিল। তবে সেই সময় চম্পা দাস প্রাণে বেঁচে যান। মায়াপল্লী এলাকাতেই বাড়ি নেপাল দাসের। স্থানীয় বাসিন্দারা বলেন, নেপাল নিজের স্কুটিতে করে মায়াপল্লীতে বাড়ির দিকে যাচ্ছিলেন, সেই সময় অন্য বাইকে করে আসা ৩ জন দুষ্কৃতী খুব কাছ থেকেই তাঁকে লক্ষ্য করে পর পর বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। নেপালের মাথার পাশে ও পিঠে মোট ২ টি গুলি লাগে বলে জানা যায়।
দ্রুত তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ব্যারাকপুর বি এন বসু ও পরে কলকাতার অ্যাপেলো হাসপাতালে নিয়ে যায়। এদিকে যে দুষ্কৃতীরা গুলি করেছিল, তারা দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এই ঘটনার পরই এলাকায় পৌঁছয় নোয়াপাড়া থানার পুলিশ। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। নেপাল দাস ও গোপাল দাস দুই ভাই এক সময় ইছাপুর মায়াপল্লী অঞ্চলের কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত ছিল। কয়েক বছর আগে পথ দুর্ঘটনায় গোপাল দাসের মৃত্যু হয়। নেপাল দাস বর্তমানে প্রোমোটার। বুধবার বিকেলে নিজের বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার উপরেই গুলিবিদ্ধ হয়। প্রমোটারি শত্রুতা সংক্রান্ত বিষয়ের এই ঘটনা ঘটে থাকতে পারে, এমনটাই প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। এই ঘটনার পর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার সহ উচ্চ পদস্থ পুলিশের টিম ঘটনার তদন্তে আসেন। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজ চলছে। শীঘ্রই ধরা পড়বে দুষ্কৃতীরা।