পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: আগামী ১৩ নভেম্বর রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে দাঁড়িয়েছেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা। ইতিমধ্যেই ভোট প্রচার চলছে জোর কদমে। শনিবার প্রচার করলেন মন্ত্রী মানস ভুঁইঞা। এদিন বিভিন্ন এলাকা ঘুরে ভোট প্রচার করার পাশাপাশি নির্বাচনী বৈঠকও সেরে ফেলেন মন্ত্রী। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স সহ অন্যান্য তৃণমূল নেতা- কর্মীরা।
এদিন মেদিনীপুর পৌরসভা কেন্দ্রের ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ভোট প্রচার করেন মন্ত্রী। এদিন তিনি স্পষ্ট ভাবে জানাব, এবার উপনির্বাচনে প্রার্থী সুজয় হাজরা বিপুল ভোটে জয় লাভ করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে আগামী দিনে তৃণমূল ছাড়া রাজ্যে কোনো বিরোধী রাজনৈতিক দল থাকবে না।