Dilip Ghosh, BJP, সুপ্রিম কোর্টের ওপর মানুষের ভরসা আছে, তাড়াতাড়ি আর জি কর কান্ডের বিচার হোক: দিলীপ ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির কার্যকারিতা নিয়ে কটাক্ষ করলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লক এলাকার জঙ্গলমহল সংলগ্ন বিভিন্ন গ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করতে এসে একাধিক মন্তব্য করেছেন প্রাক্তন বিচারপতি- সহ বিভিন্ন ইস্যুতে।

শনিবার দুপুরে মেদিনীপুর সদর ব্লকের দেউলডাঙ্গা, কাশিজোড়া সংলগ্ন গ্রামগুলিতে বিজেপি প্রার্থীকে হুডখোলা গাড়িতে নিয়ে প্রচার করেন দিলীপ ঘোষ। জঙ্গলমহলের বিভিন্ন গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করে পরিচিত করান বিজেপি প্রার্থীকে। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি সহ আর জি কর ইস্যুর কথা মনে করে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান দিলীপ ঘোষ।

দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে সোশ্যাল মিডিয়ার কনভেনার খুন হওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “খুন আর ধর্ষণ পশ্চিমবাংলায় কোন ঘটনা নয়, প্রতিদিনই বিরোধীদের মারার ঘটনা ঘটছে। যারা এগুলো করে তারা কখনো সাজা পায় না। তাই এগুলো হয়ে চলেছে। তাই দক্ষিণ ২৪ পরগনায় আমাদের কার্যকর্তা এভাবেই খুন হয়েছেন। সরকারের দায়িত্ব রয়েছে, তদন্ত করে দোষীকে সাজা দিক।”

দিলীপ ঘোষ সাংবাদিকদের সামনে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সম্পর্কে বলেন,
”ওনার কার্যকারিতা নিয়ে সাধারণ মানুষ কেউই সন্তুষ্ট নয়। উনাকে তো কেউই বলেনি যে নিজে থেকে এগিয়ে এসে এই মামলা নেওয়ার জন্য। কেউ সুপ্রিম কোর্টে যায়ওনি, মানুষ আন্দোলন করছিল। হাইকোর্টে মামলাটা চলছিল। এখানকার মানুষ তাতেই সন্তুষ্ট ছিল। কিন্তু তাতে উনি নিজে হস্তক্ষেপ করেছিলেন। তাতে ওনার দায়িত্ব বর্তায় বিচার প্রক্রিয়ায় দোষীদের সাজা দেওয়া। কিন্তু উনি অবসর গ্রহণ করলেন। তবে সুপ্রিম কোর্ট থাকবে, বিচার ব্যবস্থাও থাকবে। মানুষের এখনো আস্থা আছে বিচার ব্যবস্থার ওপর। মানুষ বিচার পাবে। আমরা এখনো তাকিয়ে রয়েছি। তবে এটা তাড়াতাড়ি হওয়া উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *