পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯
মে: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মেদিনীপুর লোকসভার অন্তর্গত খড়্গপুর শহর এবং কেশিয়াড়ি বিধানসভার বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি পালন করেন মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া। আজ সকালে খড়্গপুরের বিভিন্ন এলাকায় কখনো পায়ে হেঁটে বা টোটোতে করে প্রচার পর্ব শুরু করেন। খড়্গপুর এলাকায় সাধারণ মানুষের সঙ্গে, বিশেষত গুরুজনদের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন।
পাশাপাশি তিনি কেশিয়াড়ির বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি করেন। সঙ্গে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অশোক রাউত। সকাল থেকে কেশিয়াড়ির বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি করার পাশাপাশি পথ চলতি মানুষদের সঙ্গে তিনি কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখেন এবং ২৫ শে মে জুন মালিয়া দিদিভাইকে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। তবে এই জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।